যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, তিনি মেয়র হলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। তবে তার এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।
বুধবার (৩ ডিসেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের সাথে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ‘হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।’
মামদানির সাথে কথা বলতে চান কি না জানতে চাইলে নেতানিয়াহু বলেনে, ‘যদি তিনি তার মত পরিবর্তন করেন এবং বলেন যে আমাদের অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনার জন্য একটি ভালো সূচনা হবে।’
ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বরাবরাই বলে আসছেন, ইসরাইলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন তিনি।
গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামদানি জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি।
তবে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। ফেডারেল সরকার অভিবাসন পরিচালনা করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ইসরাইলের প্রতি সমর্থন রয়েছে। ট্রাম্প প্রশাসন আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সূত্র : এএফপি