সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থীতা নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা–কল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই ধোঁয়াশা কাটিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেট-৪ আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন তিনি আরও ৩৬টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেন।
ঘোষণাকৃত তালিকায় সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল হক এবং হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষণা আসার পর সংশ্লিষ্ট এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন করে নির্বাচন ঘিরে উৎসাহ এবং উচ্ছ্বাস দেখা গেছে।